২৯ জুলাই, ২০২০ ২০:৫১

চট্টগ্রামে ৪০০ পরিবার পেল সেনাবাহিনীর ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে ৪০০ পরিবার পেল সেনাবাহিনীর ঈদ উপহার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ৪০০ গরিব অসহায় পরিবারের মাঝে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হল। বুধবার সকালে ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৪০০ পরিবারের মাঝে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর অধীনস্থ দি ইস্ট বেংগল রেজিমেন্ট সেন্টার (ইবিআরসি) এ উপহার তুলে দেওয়া হয়।

টহল কমান্ডার (পিএসসি) লে. কর্নেল মোহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, ‘সেনাবাহিনী প্রধানের দেওয়া এ ঈদ উপহার এলাকার দুস্থ ও গরিব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। এর মাধ্যমে তাদের মাঝে কিছুটা সচ্ছলতা ও আনন্দ আসবে। আগামীতেও এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের মহামারী শুরু থেকেই আমরা বেসামরিক প্রশাসনকে সাহায্য করে আসছি। দেশের বিভিন্ন স্থানে ১১ হাজার ৮৩৩ প্যাকেট শুকনো খাবার, ৬ হাজার ৮০৯টি মাস্ক, এক হাজার ৬০টি হ্যান্ড স্যানিটাইজার, ৭৫ টি পিপিই এবং ২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর