চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার উত্তর আমিরাবাদ বণিক পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আনন্দ মোহন ধর (৬৫)। খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে লিটন ধরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন।
তিনি বলেন, ‘মাদক সেবন করে বাড়িতে আসায় লিটনকে ঘরে ঢুকতে দেয়নি তার বাবা। এ সময় ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে জখম করে লিটন। এতে ঘটনাস্থলে বাবা আনন্দ মোহন মারা যান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এমআই