নৌকার বিজয়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে জানিয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। এই নৌকা প্রতীক নিয়েই সরকার গঠন করে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আশার প্রতিফলন ঘটেছে আওয়ামী লীগকে টানা তিনবার সরকার পরিচালনার সুযোগ দিয়ে। আগামী ২৭ জানুয়ারী চসিক নির্বাচনে জনগণ নৌকায় আস্থা রাখবেন এতে সন্দেহ নেই।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার চকবাজার, পাঁচলাইশ ও বায়েজিদ থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গোলপাহাড়স্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচিতে ছিল- বেলুন উড়ানো, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন সানির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- বাগমনিরাম ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও দলীয় কাউন্সিলর প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বশর, মুক্তিযোদ্ধা এস এ মোহাম্মদ আলী, এম.ই.এস কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, এম.ই.এস কলেজ ছাত্রলীগ/ছাত্রসংসদের সাবেক নেতা আমিরুল ইসলাম শাহানুর, নগর ছাত্রলীগের সাবেক সদস্য রফিককুল ইসলাম।
নগর ছাত্রলীগ নেতা মো. হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইলিয়াস মোল্লা, মহসিন সুমন, জাহেদ হোসেন ফারুক, সৈয়দ মিজান, অভি সেন,অসিম কুমার, জহিরুল ইসলাম জহির, নাবিদ নেওয়াজ রিসান, ফয়সাল বিন আলম, সৈয়দ ইকরামুল হক, মির্জা সায়েম, প্রতীক চৌধুরী, সাদমান সাব্বির, রাকিব উদ্দিন, নয়ন উদ্দিন, আকাশ বড়ুয়া, মোহাম্মদ রিয়াদ, আকিল ইবনে হাবীব, মোহাম্মদ গিয়াস, শহিদুল ইসলাম সাব্বির, আদনান খুরশিদ দিগন্ত, মোহাম্মদ সোহাগ, সাহেদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল