চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ সোমবার গণসংযোগকালে এ অভিযোগ করেন বিএনপি'র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
গনসংযোগাকালে ডা. শাহাদাত অভিযোগ করেন, ধানের শীষের গণসংযোগে জনগণের সাড়া দেখে দিশেহারা হয়ে পড়েছে সরকার। তাই তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। ক্যাডার বাহিনী লেলিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। বিএনপি'র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এ সকল মিথ্যা অপপ্রচারের জবাব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দিবে জনগণ।
সোমবার নগরীর ৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন ডা. শাহাদাত হোসেন। নগরীর বহদ্দারহাট হক মার্কেটের সামনে থেকে গণসংযোগ শুরু করে বহদ্দারহাট বাস টার্মিনাল, পুরাতন চাঁন্দগাও থানা, মৌলভী পুকুর পাড়, ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরী, বাহির সিগন্যাল গিয়ে তা শেষ হয়। এসময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রচারপত্র বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, মহানগর নেতা এরশাদ উল্লাহ, মহানগর যুগ্ম-সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ