চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রিনা আকতার (২০) ও ছানোয়ারা বেগম (৩০)।
আজ সোমবার সকাল ৯টার দিকে ফরেস্ট গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান দোহাজারী হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আদম আলী।
তিনি বলেন, চট্টগ্রামমুখি মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী পাথর বোঝাই ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর