কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালতে এ আবেদন করা হয়।
সিআইডি’র পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, ‘নগরীর আকবরশাহ থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত আগামী ১০ জুন রিমান্ড আবেদন শুনানীর দিন ধায্য করেছেন।’
প্রসঙ্গত, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সখ্যতা গড়ে সরকার উৎখাতের অভিযোগ রয়েছে আসলাম চৌধুরীর বিরুদ্ধে। এ অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন