২২ সেপ্টেম্বর, ২০২১ ১৯:৪৩

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন শাবক জন্ম দিল চিতা বিড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম চিড়িয়াখানায় তিন শাবক জন্ম দিল চিতা বিড়াল

চট্টগ্রাম চিড়িয়াখানায় চিতা বিড়াল একদিনে তিন শাবকের জন্ম দিয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। তবে ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়ালের বাচ্চা জন্মগ্রহণে নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছে বলে দাবি চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের।  

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, গত সোমবার চিতা বিড়ালের ঘরে জন্ম নেয় তিনটি বিড়াল শাবক। যা চট্টগ্রাম চিড়িয়াখানার জন্য নতুন অভিজ্ঞতা। এর মধ্যে তিনটিই সুস্থ আছে। বাচ্চাগুলো সুস্থ অবস্থায় মায়ের কাছে আছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাও দেয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মধ্যে প্রথমবারের মত চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল হয়েছে। এখন পর্যন্ত বাচ্চাগুলো সুস্থ অবস্থায় তার মায়ের কাছে আছে। বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা আগামীতে আরও অবদান রাখবে।

প্রসঙ্গত, লিওপার্ড ক্যাটের ক্যাপটিভ ব্রিডিং খুবই বিরল ঘটনা। সচরাচর তারা ক্যাপটিভ অবস্থায় বাচ্চা দিতে দেখা যায় না। গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে হাঙ্গেরির ডেভরিসেন চিড়িয়াখানায় ক্যাপটিভ কন্ডিশনে একটি পুরুষ বাচ্চা জন্ম নেয়। এছাড়াও পাটনা চিড়িয়াখানায় ক্যাপটিভ ব্রিডিংয়ের একটা রেকর্ড আছে। তবে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মত চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপটিভ অবস্থায় চিতা বিড়াল জন্ম দেয়।                

বিডি প্রতিদিন/এ মজুমদার 

সর্বশেষ খবর