চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় ব্যাটারিচালিত রিকশাকে একটি পাথর বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক এবং যাত্রী নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুইজন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রুবেল (৩০) ও মো. ইউসুফ। নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং মো. ইউসুফ একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত রিকশারচালক। আহতরা হলেন, খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের প্রথমে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
মিরসরাই জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকের চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএম