চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ৯ হাজার ৬’শ পিস ইয়াবা ও ৪৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেল থেকে রাতের মধ্যে আনেয়ারা উপজেলা ও নগরীর খুলশী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে খুলশী থানা এলাকায় এক অভিযানে ৪৫ কেজি গাাঁজাসহ মাদক ব্যবসায়ী মো. দুলাল মিয়াকে (৩০) আটক করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে।
অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে বিকেল চারটার দিকে আরেক অভিযানে আনোয়ারা থানার চুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারার চুন্নাপাড়ার মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০), কর্ণফুলী থানার বদলাপুরার মো. ইলিয়াছের স্ত্রী নূরজাহানকে (৪২) করা হয়। পরে তাদের কোমরে তল্লাশী করে ৯ হাজার ৬’শ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম