চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাদত হোসেন (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পাহাড়তলী থানায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ষণের শিকার কিশোরী সৎমায়ের সাথে বাঁশখালীতে থাকতো। বাবা বাঁশখালীর উপকূলীয় এলাকার সাগরে মাছ ধরতেন। মাছ ধরার জন্য তিনি প্রায়ই সাগরে অবস্থান করতেন। এই সুযোগে স্থানীয় মো. আরাফাত ও সাহাদাত হোসেনের সাথে কিশোরীর সৎমায়ের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিশোরীর বাবা মাছ ধরতে গেলে দুই আসামি প্রায়ই তার সৎ মায়ের সাথে দেখা করতে যেতো। গত বছরের অক্টোবরের শুরুতে আরাফাত ও সাহাদাত সৎমায়ের সাথে দেখা করতে গিয়ে কিশোরীকে গণধর্ষণ করে।
অক্টোবরের শেষদিকে কিশোরীর দাদি তাদের বাড়িতে বেড়াতে আসলে ভিকটিমকে অসুস্থ অবস্থায় দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে নিশ্চিত হন ওই কিশোরী অন্তঃসত্ত্বা। এই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ২২ নভেম্বর বাঁশখালী থানায় তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এর সূত্র ধরে বুধবার রাতে সাহাদাতকে আটক করে র্যাব। আটক সাহাদাতের বাড়ি বাঁশখালীর প্রেমাশিয়া এলাকায়। তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম