৯ মাসের ব্যবধানে সীতাকুন্ডে দুটি বিস্ফোরণের পর চট্টগ্রামের ভারী ও মাঝারি শিল্প এলাকাগুলোতে দুর্ঘটনা রোধে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পরিকল্পনা প্রণয়নের জন্য সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।
সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম করে কেউ শিল্পকারখানা পরিচালনা করতে পারবে না। নিয়মের মধ্যে থেকেই সবাইকে প্রতিষ্ঠান চালাতে হবে। শ্রমিকের নিরাপত্তা, উদ্যোক্তাদের মূলধননের নিরাপত্তা দুটিকেই গুরুত্ব দিতে হবে।
জেলা প্রশাসক বলেন, ‘বিএম, সীমার মতো দুর্ঘটনাগুলো রোধে আমরা একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে চাই। এর মধ্যে কীভাবে আমরা দুর্ঘটনা হ্রাস করবো, এটি মানবসৃষ্ট হোক আর প্রকৃতিগত হোক, পরিবেশের দূষণ কীভাবে রোধ করবো, দূষণ থেকে খাল-নদী রক্ষা, কৃষি জমির উপরিভাগের মাটি ও পাহাড় কাটা কীভাবে রোধ করা যাবে, শ্রমিকদের নিরাপত্তা ও মালিকদের মূলধনের নিরাপত্তা আমরা কীভাবে নিশ্চিত করতে পারি, এর পাশাপাশি সীতাকুন্ড এলাকায় কীভাবে আমরা একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করতে পারবো-সে বিষয়ে পরিকল্পনা নেয়া হবে। কর্ণফুলী, আনোয়ারা, মিরসরাই, হাটহাজারী এলাকায় যেসব শিল্পকারখানা গড়ে উঠেছে সেগুলো নিয়েও পরিকল্পনা নিতে হবে।’
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, জেলা পুলিশ, নগর পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিকল্পনা প্রণয়নের জন্য সবার কাছ থেকে মতামত চাওয়া হয়। পরে এসব মতামত পর্যালোচনা করে করণীয় ঠিক করা হবে বলে জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/এমআই