চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৭ মে) সকাল থেকে হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। পরীক্ষার সময় ইউরিন, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ সিএসআর), ব্লাড গ্রুপিং (আরএইচ টাইপিং) প্রভৃতি পরীক্ষার রিপোর্ট জমা দিতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চমেকের উপ-পরিচালক ডা. অংসুই প্রু মারমা জানান, হজ এজেন্সিগুলো ২০২৩ সালের হজ যাত্রীদের যে তালিকা জমা দিয়েছে সেসব হজ যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল অফিস হতে নির্ধারিত ফরম পূরণ করে তা হাসপাতালের দফতরে জমা দিতে হবে। যারা ফরম জমা করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় হাসপাতালের নোটিশ বোর্ডে জানানো হবে।
চমেকের সহকারী পরিচালক ডা. শাহীদা আক্তার জানান, শনিবার (৬ মে) পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার হজ যাত্রীর নাম স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে তালিকাভুক্ত হয়েছে। দৈনিক ৫/৬’শ জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। একইসাথে হজ যাত্রীদের প্রয়োজন অনুযায়ী মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল