চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় মো. সুমন (৩৯) নামে এক যুবককে বেড়ধক পিটিয়েছে স্থানীয় কিছু দুর্বৃত্ত। রবিবার এই ঘটনার পর গুরত্বর আহত অবস্থায় সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, ৬-৭ জনের একটি দল লাঠিসোঁটা দিয়ে সুমনকে ইচ্ছেমতো পেটাচ্ছে। এসময় এক নারী তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। সুমনকে যারা পিটিয়েছে তারা এলাকার ‘চিহিৃত সন্ত্রাসী’ বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর জানান, কয়েকদিন আগে সংগটিত আরেকটি হামলার সূত্র ধরে রবিবার বিকেলে একটি সংঘর্ষের খবর তিনি শুনেছেন। কেউ অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/এএম