চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও শিক্ষানবিশ চিকিৎসকরা চার দফা দাবিতে কর্মবিরতি মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চলবে। দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত কর্মসূচি বৃদ্ধি করা হয়। গত শনিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়। গত রবিবার দুপুরে চমেক হাসপাতালের মূল ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথভাবে কর্মসূচি পালন করেন।
বর্তমানে চমেক হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক আছেন ২৫০ জন এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক আছেন প্রায় ৭০ জন। বর্তমানে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকের ভাতা ২৫ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকের ভাতা ১৫ হাজার টাকা।
চমেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মুকেশ রঞ্জন দে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ছিল। কিন্তু দাবি আদায় না হওয়ায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কর্মসূচি বৃদ্ধি করা হয়। তবে সোমবার ঢাকার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মন্ত্রীর আলোচনা হয়েছে। মন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। দাবি আদায় হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে।
চিকিৎসকদের চার দফা দাবির মধ্যে আছে, ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করা, ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার পূর্বক ভাতা পুনর্বহাল করা এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করা।
বিডি প্রতিদিন/এএম