চট্টগ্রামের আনোয়ারায় বাকি টাকা চাওয়ায় এক চা দোকানিকে কুপিয়ে আহত করেছেন এক ব্যক্তি। আহত চা দোকানির নাম দেলোয়ার হোসেন।
এ ঘটনার জেরে অভিযুক্ত নাছির নামের ওই ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বুধবার রাতে আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, নাসির নামে এক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। তাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় বৈরাগের চায়ের দোকানদার দেলোয়ার চা খাওয়ার বাকি টাকা চাইলে নাসিরের সাথে বাকবিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নাসিরের দেলোয়ারকে দা দিয়ে কোপাতে থাকেন। এতে মারাত্মভাবে আহত হন দেলোয়ার। পরে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/একেএ