চট্টগ্রামের বাঁশখালী ও বোয়ালখালী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার এ অভিযান চালানো হয়। গ্রেফতাকৃতরা হলেন বাঁশখালী উপজেলার পুইঁছড়ি এলাকার মো. আরিফ, মোহাম্মদ আইয়ুব ও মো. হাসান এবং বোয়ালখালী উপজেলার আমুচিয়ার নুর বক্স।
বাঁশখালী থানা সূত্র জানা যায়, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পুটখালী ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, একশ’ লিটার চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাদকসহ ৩ জনকে গ্রেফতারের পর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া পোস্ট অফিস সড়কে অভিযান চালিয়ে ৩শ’ লিটার চোলাই মদসহ নুর বক্স নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ