চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশথ থেকে নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার অভিযোগে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আরমান উদ্দিন জিসান (১৯) ও ওসমান শামীম জয় (১৮)। তারা উভয়ে স্থানীয় বাসিন্দা।
আনোয়ারা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, আটককৃত দুইজন স্থানীয় পেশাদার চোর। এলাকায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটিয়েছে। তাদেরকে আটক করে আইনী প্রক্রিয়ার জন্য আনোয়ারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা জানায়, বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া গ্রামে নাগর দোলার লোহার এ্যাংগেল চুরি করে বিক্রয় করার সময় স্থানীয় লোক জন দুই চোরকে আটক করে। পরে স্থানীয়রা সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম