চট্টগ্রাম নগরের বাকলিয়া জায়গা দখল-বেদখল নিয়ে দুপক্ষে মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া দুই গ্রুপই বিএনপি’র দুই নেতার অনুসারী।
সিএমপি’র দক্ষিণ জোনের উপ-কমিশনার লিয়াকত আলী খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করে এক্সেস রোড এলাকায় শতাধিক যুবক জড়ো হয়। তাদের হাতে ছিল দেশীয় এবং আগ্নেয়াস্ত্র। এ সময় তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
সিএমপি’র মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বলেন, জায়গা দখল-বেখল নিয়ে দু'গ্রুপ দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএম