যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত সাতই নভেম্বর। এটা শুধু একটা দিবস নয়। এ দিনটি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতা সেদিন বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মেজর জিয়াউর রহমানকে নেতৃত্বের আসনে বসিয়েছেন। এ দিবসকে ঘিরে কেন্দ্রীয় যুবদল ঢাকার পরিবর্তে এবার চট্টগ্রামে আয়োজন করছে। কারণ এ চট্টগ্রামের সাথে বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। তাই আমরা ঢাকার পরিবর্তে চট্টগ্রামে এ দিনটিকে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি।
শুক্রবার নগরীর লালখান বাজার একটি রেস্টুরেন্টে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে শনিবার দিনব্যাপী বিশেষ কর্মসূচি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুন্না।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, আগামী প্রজন্মের কাছে ঐতিহাসিক দিনগুলো তুলে ধরতে চাই। এ প্রোগ্রামের তাৎপর্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, কেন্দ্রীয় যুবদলের সহ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাইফুর রহমান শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. আজগর, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
মোনায়েম মুন্না বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে বিপ্লব উদ্যান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষের মনে যুদ্ধের সাহস জুগিয়েছেন। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে। তিনি শুধু ঘোষণা দেননি, পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় বিদ্রোহ ঘোষণা করে নিজেই সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। এরপর নানা প্রেক্ষাপটে সাতই নভেম্বর আবারও তিনি জাতির ত্রাণকর্তা হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন। রাষ্ট্রপতি থাকাকালীন জিয়াউর রহমানের দেশপ্রেম দেশ ছাড়িয়ে পুরো বিশ্বে সমাদৃত হয়েছিল। একজন প্রকৃত দেশপ্রেমিক হিসেবে বাংলাদেশকে অতি অল্প সময়ে বিশ্বের বুকে সৃমদ্ধ বাংলাদেশ হিসেবে গঠন করেছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত