চট্টগ্রামের ফটিকছড়ি ও সাতকানিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট সংলগ্ন ম্যারেজ পার্কের এলাকায় এবং সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মৌলভীর দোকান এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত রিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় সাইদুল আনোয়ার বাবু (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী। পরে তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাবু ওই এলাকার মোহাম্মদ দায়েম চৌধুরী বাড়ির প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সাতকানিয়ায় মৌলভীর দোকান এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মাহফুজুর রহমান (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ডভ্যান আটক করেছে। নিহত মাহফুজের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। তিনি একটি সিগারেট পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে সাতকানিয়ায় কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম