এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে শেখ হাসিনা কাউকে ছাড়তেন না।
শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান আরও বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের একক দাবিদার হয়ে বাংলাদেশকে বিভক্ত করেছিল, বর্তমানেও অনেকে জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবদান দাবি করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করছে। সবাইকে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন- এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব) মো. দিদারুল আলম, যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব) হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনায়েত উল্লাহ পাটোয়ারী, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি কর্ণেল অব. আজিমুল্লাহ বাহার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমএস