ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ ইমরুল হক (৪৮) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরুল খাগড়াছড়ি জেলার সদর থানার বাসিন্দা ছিলেন। তিনি মিরসরাইয়ের নিজামপুর পল্লী বিদ্যুৎ অফিসের লাইন টেকনিশিয়ান ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সীতাকুণ্ড অফিসের ডিজিএম পঙ্কজ চৌধুরী জানান, ইমরুল নিজামপুর অফিস থেকে মোটরসাইকেল নিয়ে সীতাকুণ্ড আসার পথে কাভার্ডভ্যানের চাপায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ইমরুলের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম