চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি বসতবাড়ি ও দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে ও রবিবার রাতে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আনোয়ারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মংসুইনু মারমা জানান, সোমবার ভোররাতে আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন উত্তরপাড়ায় রাহাতের বাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিকভাবে শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। কারণ ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, ওই বাড়ির ফাতেমার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী নুর মোহাম্মদ, সাহেব মিয়া, দিদার মিয়া, মহিউদ্দিন, মো. দেলোয়ার ও তার কন্যা মরিয়ম বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এদিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের শাহ ছমিউদ্দিন মাজারের পাশের একটি ভবনে আগুন লাগে। ওই ভবনের নিচতলায় চরপাথরঘাটার এবাদুল হকের সন্তান মো. শাহজাহান (৪২) ও তার ভাই মো. সাইফুলের কুলিং কর্ণার ও আরেকটি হার্ডওয়্যার পণ্যের দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও তার আগেই দোকান দুটি পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এএম