চট্টগ্রামে আমিনুল ইসলাম রোহান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে নগরীর চান্দগাঁওয়ের মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমিনুল দক্ষিণ মোহরা এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি মোহরা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে আমিনুলের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় আরেকটি মামলা আছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/ইই