চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড় এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ঝটিকা মিছিলের ঘটনায় যুবলীগ নেতা দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে একদল যুবক।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, রবিবার রাতে আচমকা ১৫-২০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে বদনা শাহ এলাকায় মিছিল করে। এই ঘটনায় সোমবার ভোররাতে একজনকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।
এর আগে গত ১৮ অক্টোবর দিবাগত রাতে ২০-৫০ জন তরুণ নগরীর জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। ওই ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশ চারজন, চকবাজার একজন এবং পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/হিমেল