ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নুরুল আবছার (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আবছর সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা। এর আগে মঙ্গলবার দুপুরে পৌর সদরের উত্তর বাইপাস সড়কে বাসের ধাক্কায় আহত হন আবছার।
নিহত আবছারের স্বজন মো. লিয়াকত জানিয়েছেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে আবছার তার নাতিকে মাদ্রাসা থেকে রিকশাযোগে আনতে যাচ্ছিলেন। পথে পৌরসদরের উত্তর বাইপাস সড়কে একটি বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশা উল্টে আবছার মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএ