চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ এলাকা ধেকে বিদেশি মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী কাজী পাড়া এলাকার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন, ফেনীর দাগনভূঞার মুন্সী বাড়ির আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার সদর উপজেলার মধ্য আনালের জয়নাল আবেদীনের ছেলে সাইফুল ইসলাম।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আসামিরা অবৈধপথে বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গন্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট এর জেটিঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ