চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ সাংগঠনিক থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা ইউনিটে দ্রুত ও পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। আজ মঙ্গলবার নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এমএ আজিজ, সৈয়দ আজম উদ্দীন, কাজী বেলাল উদ্দীন, আরইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, শওকত আজম খাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
এরশাদ উল্লাহ বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তঘোষিত থানা ও ওয়ার্ডে অতি দ্রুত আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করা হবে।’
এ সময় ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ