চট্টগ্রামের গার্মেন্টস মালিকসহ শিল্পপতিদের নিয়ে একটি পরিকল্পিত নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার নগরীর হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউর মেজবান হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের গার্মেন্টস মালিকদের সামনে নিত্য নতুন প্রযুক্তির বিভিন্ন মেশিন উপস্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। বিজিএমইএর সাবেক প্রথম সহ সভাপতি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, লায়ন সৈয়দ নজরুল ইসলাম, জ্যাকের প্রতিনিধি লায়ন ফজলে করিম লিটন ছাড়াও চীন থেকে আসা জ্যাকের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ