চট্টগ্রাম নগরী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে খুলশী থানাধীন রেলওয়ে কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তিনি মারা যান। কী কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য কাজ করছে পুলিশ।