চট্টগ্রামের পটিয়া উপজেলা ও নগরীতে ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নেতা হাসান ইমাম (৩০) ও সমর্থক হাসান লিটনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ইমাম পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকার বাসিন্দা। লিটন নগরীর চান্দগাঁও থানার খাজারোডের বাদামতল এলাকার বাসিন্দা।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক হাসান ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলাসহ একাধিক মামলার আসামি। তাকে শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এদিকে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার খাজা রোডের খমর পাড়া এলাকা থেকে হাসান লিটনকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ৩০ আগস্ট চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম