চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাস্ট এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বাদশা মিয়া (২৫) ও আব্দুল আজিজ মুন্না (২২)। তাদের দুই জনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পশ্চিম পাগলীর বিল এলাকায়।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাসে তল্লাশি চালানো হয়। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী বাসের পিছনের সিটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম