চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় গাড়িচাপায় অন্তর সরকার (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়া অংশের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো এক আরোহী আহত হয়েছেন। নিহত অন্তর ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের পুত্র।
দোহাজারি হাইওয়ে থানার উপপরিদর্শক রাকিব বিন ইসলাম জানিয়েছেন, নিহত অন্তর একটি বাইকার গ্রুপের সাথে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। জাঙ্গালিয়া এলাকায় অন্তরকে বহনকারী মোটর সাইকেলটি লবণবাহী গাড়ির পিচ্ছিল পানির কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরেক সহযাত্রী। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ অন্তরের লাশ হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম