চট্টগ্রাম নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি গুলিবর্ষণে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে পাঁচলাইশ থানা পুলিশ ফেনী থেকে তাকে গ্রেপ্তার করে বলে সোমবার (২৩ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে জানিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সিএমপির সদর দপ্তরে এক ব্রিফিংয়ে উপকমিশনার রইছ উদ্দিন বলেন, ‘গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রকাশ্যে গুলি চালিয়ে তাদের ওপর হামলা চালায় মিঠুন। এ ধরনের একটি ভিডিও আমরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ভিডিও দেখে আমরা তাকে শনাক্ত করি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে ফেনী সদরের সুলতানপুর এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।’
এসময় এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা আছে। এছাড়া যেহেতু সে এমন কর্মকাণ্ডে জড়িত ছিল সুতরাং এখানে যে হত্যাকান্ডগুলো হয়েছে, ছাত্র-জনতার ওপর যে হামলা হয়েছে সেসব ঘটনায় যদি তার সম্পৃক্ততা থাকে সে মামলাগুলোয় তাকে গ্রেপ্তার দেখানো হবে। ’
বিডি প্রতিদিন/এএম