নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ আজিজকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে তার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, আওয়ামী লীগ নেতা এম এ আজিজ ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। সোমবার রাতে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল