চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর এয়াকুবনগর এলাকায় মোহাম্মদ নোমান (১৬) নামের এক কিশোর ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ওই এলাকায় স্থানীয় বাসিন্দা মো. আলমীগের ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আশরাফ সিদ্দিক জানান, তারা ঘটনাটি আজ (শুক্রবার) শুনেছেন। এই বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোমান রাতে ওই এলাকায় রেললাইনে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়েছিলেন। এ সময় চট্টগ্রামমুখি একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার ককে উদ্ধার করে বাড়ি নিয়ে যান।
বিডি প্রতিদিন/এএম