ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই এম এ মতিনকে ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মতিন আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।
এর আগে, এর আগে বুধবার দিবাগত রাত ১২টার দিকে যশোরের বেনাপোল এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পরে রাতেই তাকে ঢাকায় মহানগর পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়।
যদিও এম এ কাইয়ুমের পরিবারের অভিযোগ এম এ মতিনকে বেশ কিছুদিন আগেই বাড্ডা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। কয়েক দফা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা আটকের বিষয়টি স্বীকার করেনি। ডিবি সূত্রের দাবি, তাভেলা সিজার হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত ভাগ্নে রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাভেলা হত্যাকাণ্ডে এম এ মতিনের সম্পৃক্ততা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে গুলি করে করে দুর্বৃত্তরা। পরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় তার। ওই ঘটনায় এ পর্যন্ত এম এ মতিনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর, ২০১৫/মাহবুব