সিলেটে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিয়েছেন পুলিশ বাহিনীতে নতুন যোগদানকারী ৩১৩ জন সদস্য। ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে তারা আজ বৃহস্পতিবার প্রবেশ করলেন কর্মজীবনে। পুলিশের নবাগত এই সদস্যরা সিলেটের লালাবাজার রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ) প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে আজ বৃহস্পতিবার লালাবাজার আরআরএফে সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম।
নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন- বাংলাদেশ পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দেশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। গণতন্ত্রের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জনগণের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, অপরাধ দমনে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলে সুষ্ঠু ও সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এদিকে, সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে তারা শপথবাক্য পাঠ করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন