আশুলিয়ায় শিল্প পুলিশ হত্যাকাণ্ডে আইএস সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান।
বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ থেকে ফেরার পথে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিআইজি।
তিনি বলেন, কোন জঙ্গি গোষ্ঠী নয়, ১৯৭১ ও ১৯৭৫ সালসহ ২০১২ সালের মানবতাবিরোধী ও নাশকতাকারীরাই পুলিশ বাহিনীকে বিব্রত করতে এমন অপতৎপরতা চালাচ্ছে। এসময় ডিআইজির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/০৫ নভেম্বর ২০১৫/এস আহমেদ