নাশকতার আশঙ্কায় রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেখানে পুলিশের পাশাপাশি এলিট ফোর্স র্যাবও মোতায়েন করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার হামলার ঝুঁকির বিষয়ে গোয়েন্দার কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। এর ভিত্তিতে শিয়া মসজিদে যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এর পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাব কার্যালয়েও বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই শিয়া মসজিদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্ততির সময় ককটেল জাতীয় হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শিয়া সম্প্রদায়ের উপর বাংলাদেশে হামলার প্রথম ঘটনা এটি। আশুরার রাতের ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।
সম্প্রতি দেশে বেশ কয়েকটি সহিংস হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে রাজধানীসহ দেশজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর ২০১৫/শরীফ