রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে সুপ্রীম কোর্টের হাইকোট ডিভিশন।
বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক এমদাদুল হক ও মজিবুর রহমান মিয়া গঠিত দ্বৈত বেঞ্চ দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমকে অবৈধ ঘোষণা করেন।
আদালতের দেওয়া আদেশের কপি রবিবার বিকেলে ফ্যাক্সযোগে সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা দফতরে পৌঁছেছে বলে আজ সোমবার রাসিকের একটি সূত্র জানিয়েছে। একই আদেশে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একজন প্যানেল মেয়রকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, গত বছরের ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন স্থানীয় মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। সেই মামলায় বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমকে অবৈধ ঘোষণা করেন।
রাজশাহী সিটি করপোরেশনের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জেবিননিছা সুলতানা জানান, রবিবার বিকেলে এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা তার দফতরে এসেছে। এতে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমের অর্থ ও প্রশাসনিক দায়িত্বের ওপর রুল নিশি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম জানান, নিয়োগ অবৈধ ঘোষণা করার আদেশের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে, ওই মামলায় রাষ্ট্রপক্ষও আপিল করেছেন বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ ১৬/ সালাহ উদ্দীন