জানাজানি হতে মোটেও দেরি হলো না। লাল বাসেরও আসতে দেরি হচ্ছে না। ঠিক সাড়ে ৬টায় শেওড়া থেকে দ্বিতীয় দিনের মতো চাকা ঘুরাতে শুরু করলো বিআরটিসির বিশেষ মহিলা বাস। তার আগে দলে দলে ছোট্ট শিশুরা মাকে নিয়ে ছুটে আসছে লাল বাসের দিকে। বাস বোঝাই হয়ে গেছে, আর কোনো সিটও খালি নেই। তবু থেমে আছে বাস? কারো জন্য যেন অপেক্ষা করছেন চালক মিজানুর আর কন্ডাক্টর আলমাস। খবর বাংলা নিউজের
হ্যাঁ, শামসুন নাহার শতাব্দী এখনও আসেনি। 'সিট খালি না থাকলেও যার জন্য বাস তাকে ছাড়া যাই কেমনে' বলছিলেন চালক মিজানুর রহমান।
একথা বলতে না বলতেই শতাব্দী বাসের কাছাকাঠি এসে যায়। বাসেরও চাকা ঘুরতে শুরু। সারাদিন শেওড়া থেকে মহাখালী পর্যন্ত ব্যস্ত সড়কের শত শত মহিলাকে গন্তব্যে পৌঁছে দেয় বাসটি। শতাব্দীসহ শিশুদের স্কুলে পৌঁছে দেওয়ার আনন্দের মধ্য দিয়ে গতকাল রবিবার থেকে এভাবে শুরু হয় এ বাসের যাত্রা।
শতাব্দীসহ অন্য শিক্ষার্থীরা পরবর্তী এমইএস বাসস্ট্যান্ডে নেমে পড়ে। আর বাসটি চলে যায় মহাখালীর দিকে। তারপর আবার ফিরে আসে। সারদিনই এ সড়কের মহিলা যাত্রীদের আশার আলো এ লাল বাস।
শেওড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একজন অভিভাবক আনমনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন আর দোয়া করছেন।
এমন সময় তার কাছে গিয়ে শোনা গেলো, 'আগে ১২৭ ও ১৩২ বাস বাচ্ছারে ধাক্কা দেয়্যা ফালায় তুয়া যাইতো গ্যা, অনেক সময় হেল্পাররে ধইরা থাবড়াইতাম। কি করবো স্কুল তো মানে না। দেরি হলে পরে দাঁড়া করায়া রাখে। বাচ্ছারাতো ভোর সকালে উঠে'।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ওইদিনই শতাব্দী এ অভিযোগ করেছিলেন। ১৩২ নম্বর বাস কেনো মহিলা ও শিশুদের নিচ্ছে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশও দিয়েছিলেন মন্ত্রী।
বিআরটিসি মহিলা বাসের চালক মিজানুর রহমান জানান, স্কুল টাইম শেষে রাস্তায় আর তেমন যাত্রী থাকে না। তবু তারা সড়কে থাকেন। তবে জানাজানি হওয়ায় প্রথম দিনের চেয়ে আজ দ্বিতীয় দিনে যাত্রী বেড়ে গেছে।
শেওড়া বাজার থেকে মহাখালী পর্যন্ত বিআরটিসির বিশেষ মহিলা বাসটি চালু হয় শতাব্দীর ক্ষোভ থেকে জেগে উঠা এক প্রশ্নে। যে প্রশ্ন সে সরাসরি করতে পেরেছিলো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। গাড়ি না পেয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে যখন বাসায় ফিরছিলো তখনই রাস্তায় পেয়ে মন্ত্রীকে 'মিনিস্টার! আই হ্যাভ এ কোয়েশ্চন' নামে একটি প্রশ্ন করেছিলো শতাব্দী। সঙ্গে সঙ্গেই বাস চালুর নির্দেশ দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
সেই থেকে শেওড়া-মহাখালী রুটে চালু হয়েছে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। ঢাকায় বিভিন্ন সড়কে ১৯টি বাস বিশেষ মহিলা সার্ভিস হিসেবে যাত্রীসেবা দেয়। শতাব্দীর আবেদনের পর এ সেবা আরও বাড়ানোর দাবি উঠেছে।
গতকাল সচিবালয়ে এক সভা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 'মহিলা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য রাজধানীর শেওড়া বাসস্ট্যান্ড থেকে বিআরটিসির যে বাস সার্ভিস চালু হয়েছে তা আরো সম্প্রসারণ করা হবে। '
এদিকে, আবার শিক্ষার্থীদের জন্য স্কুলবাস দিতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আহ্বান জানিয়ে গতকাল তিনি বলেন, রাজধানীর স্কুলগুলোতে সমাজের বিত্তবানরা যদি স্কুল বাস উপহার দেন তাহলে শিক্ষার্থীদের আসা-যাওয়ার যেমন সুবিধা হবে, তেমনি রাজধানীর প্রাইভেটকারের ওপর চাপ কমে যাবে; কমে যাবে যানজটও।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ