চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই নগরীর খাল, নালা ও ড্রেনের মাটি উত্তোলন কাজ শেষ করতে হবে। অন্যথায় আগামী বর্ষা মৌসুমে নগরে জলাবদ্ধতা হলে এর দায় ঠিকাদারদের নিতে হবে। নাগরিকরা দুর্ভোগে পড়লে ঠিকাদাররা এর দায় এড়াতে পারবেন না।
সোমবার চসিকের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে মাটি উত্তোলন ও অপসারণে নিয়োজিত ঠিকাদারদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সিটি মেয়র এসব কথা বলেন। এ সময় ঠিকাদারদের পক্ষে এসএম সফিউল আজম তাদের সুযোগ-সুবিধা ও সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন।
উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী মনিরুল হুদা, আবু ছালেহ, কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুদীপ বসাকসহ উপসহকারী প্রকৌশলীরা।
মেয়র বলেন, অতীতের রেট (দর) রিভাইস করে কাজের গুণগতমান সঠিকভাবে পাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। ঠিকাদারদের মুনাফার বিষয়টি হিসেবে রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশাকরি, উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদাররা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
বিডি-প্রতিদিন/ ১৪ মার্চ ১৬/ সালাহ উদ্দীন