শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট চট্টগ্রামেও চলছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে কর্ণফুলী নদীর ১৬টি ঘাট ও বহির্নোঙরের জাহাজে পণ্য উঠানামা কার্যক্রম। তবে বন্দর জেটিতে পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার চারটি জাহাজ বন্দর ছেড়েছে এবং আটটি জাহাজ জেটিতে ভিড়েছে বন্দর সূত্রে জানা গেছে।
এদিকে, ধর্মঘটের কারণে বুধবার মধ্যরাত থেকে বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজে কোন পণ্য ওঠা-নামা হচ্ছে না। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম বলেন, বন্দরের জেটিতে দেশি-বিদেশি বড় জাহাজগুলোতে স্বাভাবিক কাজ চলছে। তবে কর্ণফুলী নদীর ঘাটগুলোতে অবস্থানরত লাইটার জাহাজ, ট্যাংকারগুলোতে কাজ বন্ধ রয়েছে।
শ্রমিক ফেডারেশন সূত্রে জানা গেছে, নৌযান শ্রমিকদের বেতন সরকারি পে-স্কেলের সঙ্গে সমন্বয় এবং নদী পথে অব্যাহত চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে বুধবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বৈঠক হয়। দীর্ঘ ১০ ঘণ্টার এই বৈঠকে শ্রমিকদের দাবির বিষয়ে কোন সুরাহা হয়নি। তাই লাগাতার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৬/মাহবুব