চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব। আটক করা হয়েছে একটি প্রাইভেট কার।
মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ।
তিনি বলেন, প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। পরে ৫০ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব