রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে নূরি জান্নাত মিতু নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।
ওসি আব্দুল মজিদ বলেন, ভোরে ঢাকা-জামালপুরগামী একটি লোকাল ট্রেন খিলক্ষেত এলাকায় পৌঁছালে ওই শিক্ষার্থী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব