রাজধানীর ধামরাইয়ের ডুলিভিটা এলাকায় বুধবার সন্ধ্যার পর সুনটেক্স গার্মেন্টসের মাহবুব আলম (২৭) নামে এক শ্রমিককে খুনের অভিযোগ উঠেছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিহত মাবুব ওই উপজেলার কেলিয়া গ্রামের মো. দুলাল মিয়া ছেলে। নিহতের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের পরিবারের কেউ বাদী না হলে আমাদের কিছু করার থাকে না। তবুও আমরা বিষয়টি দেখছি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার