নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভূঁইগড় কড়ইতলা এলাকায় একটি বাড়ির নির্মাণকাজ চলার সময় শ্রমিকরা মাটি খুঁড়তেই সাতটি থ্রি-নট-থ্রি রাইফেল ও বস্তা ভরা ৬০০ গুলি বেড়িয়ে এসেছে।
বৃহস্পতিবার বিকেলে এসব রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ কথা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজের বোন তাহেরুন্নেছা রুনু পৈতৃক সূত্রে এই জমির মালিক। জমিতে নির্মাণকাজের জন্য মাটি কাটার কাজ চলছিল। বিকেলে শ্রমিকদের কোদালে মাটির সঙ্গে একটি রাইফেল বেরিয়ে আসে। পরে পরিবারের লোকজন ফতুল্লা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মাটি কেটে সন্ধ্যা পর্যন্ত বাদবাকি অস্ত্র ও গুলি উদ্ধার করে।”
পুলিশ জায়গাটি নিজেদের হেফাজতে রেখেছে। ধারণা করা হচ্ছে, আরো অস্ত্র থাকতে পারে এই জায়গায়। আগামীকাল শুক্রবার আবার উদ্ধারকাজ চলবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।