রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধের নাম সিরাজুল ইসলাম (৭০)। বুধবার রাত ৮টার দিকে পশ্চিম যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুর ইসলামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়। তিনি শহীদ ফারুক সড়কের ১৩০/১ নম্বর বাসায় পরিবারসহ থাকতেন।
নিহতের ছেলে মোহাম্মদ সুমন জানান, "তার বাবা শহীদ ফারুক সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় মদিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সিরাজুল ইসলামের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩