চট্টগ্রামের বাজারে মাছের দামে আগুন লেগেছে। সামুদ্রিক ও বরফ দুই প্রকারের মাছেরই দাম বেশি। প্রতি কেজি ১৩০ টাকার তেলাপিয়া মাছের দামও এখন ১৬০ টাকা। শুক্রবার নগরের প্রধানতম কাঁচা বাজার বহদ্দার হাট, কাজীর দেউড়ি, কর্ণফুলী বাজার, বক্সিরহাট ও রেয়াজুদ্দিন বাজারে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। তবে বাজারে কাঁচা সবজির দাম অনেকটা স্থির আছে।
জানা যায়, শুক্রবার বাজারে প্রতিকেজি দেশি রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা, কিন্তু এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ২০০-২৫০ টাকা। তাছাড়া গতকাল প্রতিকেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা, পোঁয়া মাছ ৩৫০ টাকা, লইট্টা মাছ ২০০ টাকা, বাইলা মাছ ৩৫০ টাকা, নারিকেল মাছ ১৭০ টাকা, বাটা মাছ ১৫০ টাকা, শোল মাছ ৪৫০-৫৫০ টাকা, কই মাছ ৪০০-৮০০ (মানভেদে) টাকা, টাকি মাছ ৩০০ টাকা, বড় কোরাল ৮০০ টাকা কেজি, বোয়াল মাছ ৫০০ টাকা, বড় রুপচাঁদা (কালো) ৮৫০ টাকা, সাদা রুপচান্দা মাছ ৮০০ টাকা, বড় সুরমা মাছ ৪০০ টাকা, কার্প মাছ ৩২০ টাকা, আইল ৩৮০ টাকা, ইলিশ বড় আকারের ১৪০০ টাকা।
অন্যদিকে, প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ১৪-১৬ টাকা, মিষ্টি কুমড়া ২০, চালকুমড়া ১৫, বাঁধা কপি ১৫ টাকা, ফুলকপি ৫০ টাকা, পটল ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, পেঁপে ২০ টাকা, শসা ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, মানকচু ৫০ টাকা, ওলকচু ৮০ টাকা, মুলা ৪০ টাকা, লাউ ৪০ টাকা, কাঁচামরিচ ৩০ টাকা, গাজর ২০ টাকা, মিষ্টি আলু ২০ টাকা, ক্যাপসিকাম ১২০ টাকা, বিট ১০০ টাকা, চীনা লাল কপি ৩০ টাকা, মটর ৬০ টাকা, পুদিনা পাতা ১৫০ টাকা। তাছাড়া প্রতিকেজি পেঁয়াজ ১৮-২০ টাকা, দেশি আদা ৫০ টাকা, চীনা আদা ৮০ টাকা, দেশি রসুন ৭০ টাকা, চীনা রসুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংস হাড়ছাড়া ৫৫০ টাকা, হাড়সহ ৪২০-৪৫০ টাকা, কলিজা ৫৫০ টাকা, জিহবা ৪০০ টাকা, প্রতিকেজি খাসির মাংস ৮০০ টাকা, ছাগির (সেমি) মাংস ৭০০ টাকা এবং প্রতিকেজি বয়লার মুরগি ১৪০-১৪৫ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা, প্রতি ডজন ব্রয়লার ডিম ৯০ টাকা, হাঁসের ডিম ১৪৪ টাকায় বিক্রি হচ্ছে।
বক্সির হাটের ক্রেতা আবদুল করিম বলেন, "মাছের দাম এখন উর্ধ্বমূখি। গরম মৌসুমে মাছের দাম একটু বাড়তিই থাকে। তাছাড়া চট্টগ্রামে মাছের আড়ত নিয়ে চলছে নানা সমস্যা। তাই এখন সামুদ্রিক মাছের দাম একটু বেশি।"
বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩